প্রকাশিত: Fri, Jul 7, 2023 8:34 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:14 PM
[১]পানি কমলেও সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, সেই সঙ্গে ভাঙন শুরু
মুরাদ হাসান: [২] সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, সুনামগঞ্জে বন্যার আশংকা নেই। দু’দিন সুনামগঞ্জে ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে খুবই কম বৃষ্টি হয়েছে। এতে নদীর পানি কমছে। বৃষ্টিপাত না হলে পরিস্থিতির আরো উন্নতি হবে।
[৩] কুড়িগ্রামের দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে।
[৪] কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজান থেকে ঢলে পানি না আসায় এবং ভারি বৃষ্টি না হওয়ায় জেলার সব নদ-নদীর পানি বুধবার থেকে কমতে শুরু করেছে।
[৫] উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনায় ফের পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর সলিড স্পার বাঁধের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।
[৬] শুক্রবার কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার বাঁধ এলাকায় এ ধস দেখা দেয়। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া